নিলাদ্রি চট্টোপাধ্যায় (নিলয় নীল) গত ৭ই আগস্ট ২০১৫ ইং বাংলাদেশের রাজধানী ঢাকায় ধর্মীয় মৌলবাদীদের হাতে নৃশংস ভাবে খুন হন ।  নিলয় নীল বাংলাদেশে ইসলামিক ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে এক বলিষ্ঠ কণ্ঠ হিসাবে পরিচিত ছিলেন ।  তাছাড়া ধর্মীয় সংখ্যালঘু ও নারী অধিকারের জন্য সংগ্রামে ব্রতী ছিলেন।  যুক্তিবাদী এথিষ্ট নিলয়
ব্লগ লিখে নিজের মতামত প্রচার করতেন ।  নিলয়ের হত্যার পূর্বে একই ভাবে ফেব্রুয়ারি মাসে অভিজিৎ রায়, ওয়াসিকুর রাহমানকে মার্চ মাসে ও অনন্ত বিজয় দাসকে মে মাসে হত্যা করা হয় ।  বিশ্বের আর্থিক ও রাজনৈতিক সঙ্কট বাড়ার সাথে সাথে সমগ্র বিশ্বজুড়েই ধর্মীয় মৌলবাদ মাথাচাড়া দিয়ে উঠছে ।  নিলয় সেই মৌলবাদের বিরুদ্ধে এক জ্বলন্ত  মশাল হিসাবে চিরদিন পথ প্রদর্শক হয়ে থাকবেন ।  তাঁরই স্মৃতিতে কবিতায় এই শ্রদ্ধাঞ্জলি ।
“মুক্ত আকাশের নীল” নামে কবিতা আজই পোস্ট করলাম।  কেমন লাগল জানালে খুশী হব ।
-----
১৬ই আগস্ট ২০১৫ ইং