সারারাত ঝড়ের তাণ্ডবের পর
আকাশ এখন অপার হাসিতে লুটোপুটি খায়
সোনা রোদ্দুর গাছের ডালে ডালে, পাতায় পাতায় ভৈরবী গায়
নিচে ধ্বংসের ময়দানে মাংসের লোভে শেয়ালের পদচারণ ।

হে আকাশ,
এ হাসিটুকু কী তোমার চিরদিন থাকবে ?

বুভুক্ষু পেটে বুটের লাথি,
নিঃসীম বেকারির লাঠির ঘা,
লাঞ্ছনা, প্রবঞ্চনার কাঁদানো গ্যাস,
প্রতি পল মৃত্যুর বুলেটগুলি কী তোমায় খেতে হবে না ?

হে নবীন আকাশ,
চিরশত্রু কালো মেঘকে সরিয়ে তুমি হাস ।

চেয়ে দ্যাখ, ঈশান কোনে আবারও মেঘ জমেছে
ঝড়ের দেরী নেই ।