পূবের হাওয়া পশ্চিমকে শুধালে
তুমি কি বিদেশী ?
তোমায় তো কোনোদিন দেখিনি
এই তল্লাটে,
বিধর্মী পোশাকে হিংস্র রক্তবীজ ঢেলে
হাতিয়ে নিতে চাও
জল জমি ভিটে ?

পশ্চিম হেঁসে হেঁসে বললে
না হে না
কোথা পূব কোথা পশ্চিম সবই অসীম
পাখীর মিষ্টি সুরেলা গান
কোন বাঁধা মানে না ।

জলভরা নদী ঢেউ তুলে বয় পূব থেকে পশ্চিম
পশ্চিম থেকে পূব বন্ধনহীন
সীমানার এপার থেকে ওপার
বায়ু বয় সীমাহীন ।

রাতের গর্ভেই দিনের পদধ্বনি  
আর দিনের গর্ভেই রাত
পূবের আকাশেই পশ্চিমের তারা
দিন রাত হাতে হাত ।

কোথা খোঁজ তুমি স্বদেশী বিদেশী
একই রক্তে লাল
একই নৌকার যাত্রী মোরা
উড়ছে এগিয়ে যাবার পাল ।

পূবের আকাশ ডাকছে তোমায়
আমায়ও ডাকছে সেথা
রাঙ্গা গোলাপ হাতে তুলে নাও
ঘুচবে মনের ব্যথা ।
=============
২ ফেব্রুআরি ২০২০ ইং