কোথা থেকে ঝড়ের বেগে হঠাৎ এলে
চমকে দিয়ে এই ধরণীকেই থমকে দিলে
কেউ শোনেনি, কেউ জানেনা বাড়িয়ে দিলে মারণ থাবা
পৃথিবী হোল চকিতেই বোবা

করোনা, হে করোনা কাউকে মের না
ধরণী তোমার আমার মিলমিশের শেষ ঠিকানা
সবুজ বনানী নীল আকাশ ঝির ঝির ঝরনা
শস্য ভরা হলুদ মাঠ মিষ্টি হওয়ার ঢেউয়ের দোলনা
নিষ্ঠুর হিংস্র লোভী শ্বেত প্রাসাদবাসী প্রাণী
ধংস করেছে শান্তি ও সাম্যের প্রাণ বানী

করোনা, হে করোনা ফিরে যাও আপন শান্তির নীড়ে
দৃঢ় প্রতিজ্ঞায় মুষ্টিবদ্ধ দুবাহু তুলে কথা দিলেম
রক্ত দিয়ে ফিরিয়ে দেব সব কিছু আগের মতই মিষ্টি ও সুন্দর
দেখে নিও তুমি সেদিন শান্তির বানী নিয়ে দোয়েল চড়াই
উড়ে যাবে তোমার ই নীড়ে ।
***************