সীমান্তে এপার ওপার শুয়ে আছে দেহ
বুকের মাঝ বরাবর জল্লাদ দের কাঁটাতারের বেড়া
কিন্তু হৃদয়ের গভীর তলদেশে বইছে একই রক্তধারা
গাড় উজ্জ্বল লাল - উত্তাল সমুদ্রের ঢেউ - বিভেদ ছাড়া

উনিশ-একুশের হওয়ায় ভাসে একই বাংলার গান
আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো স্বদেশ - আমি কি পারি ভুলিতে
বরাক কুশিয়ারা সুরমার জল বাধাহীন এপার ওপার
দিগন্ত বিস্তৃত সবুজ ক্ষেতে - একই বাঁশির ভাটিয়ালী সুর পাই শুনিতে

তবুও আজও বিভাজনের বেদনার চোরা স্রোত বয়ে চলে
মনের সবুজ বনে ক্ষণিক বেদনার কালমেঘ ছায়া মেলে
পূর্ব থেকে পশ্চিম – পশ্চিম থেকে পূর্ব - সূর্য ঘোরে বাধাহীন
মনের জাগরণের ঢেউ – অন্ধকার থেকে আলোয় চোখ মেলে

হে নবযৌবন, হে আগামীর সূর্যালোক
ছিন্ন কর অন্ধকার - ধ্বংস কর লৌহ প্রাচীর
বয়ে চলুক বন্ধনহীন জীবনধারা এপার ওপার
আগামীর স্বপ্নগুলো সুর তুলক কিচির মিচির ।
=====================
২৭শে এপ্রিল, ২০২১ ইং

আগামী ১৯শে মে ২০২১ ইং, ভারতের, আসাম রাজ্যের বরাক উপত্যকায় বাংলা ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করা হয় । তাঁদের আত্মত্যাগ স্মরণে আমার এই কবিতা