আমার টাকা ছিনিয়ে নিয়ে পকেটে পুরলে
আর আজ সেই টাকা আমাকেই ধার দিতে চাও
হে ধূর্ত, থাক, পড়ে থাক তা তোমার হিমঘরে
আরও কোন প্রবঞ্চনাকে ঘিরে
চাইনে তোমার টাকা, চাইনে আর হাতকড়ি ও শিকল
ফিরিয়ে দাও আমার শ্যামল সবুজ ফসলের মাঠ
ভোরের সাইরেন বাজা ঘূর্ণায়মান কারখানার চাকা
কাস্তে হাতুড়ী আর মুক্তির পতাকা
দেখে নিও,তখন আবারও থমকে যাওয়া হাওয়া বইবে চারিদিকে
ফসলের মাঠ পেকে হলুদ হবে, কারখানার বাঁশি মিষ্টি সুরে বাজবে
নীল আকাশের নিচে জনপদ আনন্দে নেচে উঠবে
আর তখনই অপার শান্তির কবুতর পূব আকাশে ডানা মেলবে।
***********
১৯শে মে, ২০২০ইং