সিরাজ মিস্ত্রীর কাজ জোটেনি
তাই সন্ধ্যের উনুন আজ জ্বলবে না
আজকাল কাজ জোটানো খুবই মুস্কিল
কোনদিন জোটে তো কোনদিন না ।
অতীত বেদনার স্মৃতি
দুচোখ বেঁয়ে ফোঁটায় ফোঁটায় ঝরে পড়ে,
ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে ওঠে প্রশ্নের ঢেউ ।
দিগন্ত বিস্তৃত সোনালী ফসলের মাঠ,
পাশ দিয়ে বয়ে চলা ছোট্ট নদীর মিঠে জল,
খামারের আদরের পশুগুলির অধিকার,
পূর্ব পুরুষের দেওয়া কাজের হাতিয়ার,
সবই কেড়ে নিলে হিংস্র বর্গীর দল ।
আপন সত্তাকে ছুড়ে ফেলে দিলে অজানা মহাশূন্যে
পড়ে রাইল পরাজিত, পরাধীন, বন্দী শুধুই দুটি হাত ।
হে মহামানব, হে আলোর পথযাত্রী
ওর দুটি হাতে তুলে দাও স্বাধীনতার পতাকা ।