তোমার শীতল স্নেহ ময় কোলেই ঝাঁপ দিয়েছিল
ধরণী পরিত্যক্ত প্রাণ – নিখিল আর অপরাজিতা রা
পৌষের রাতে শিউলি ঝরে যায়, বসন্তে আবারও ফুল ফোটে
কিন্তু কালের গতি পথে নিশ্চল নৌকো চোখ বুঝে রয়
হে প্রাণদাত্রী স্রোতস্বিনী বরাক - তুমিও কি চুপ করে রবে
উত্তরণের এই বর্ণ ময় ভবে ?

হে নব জন্মদাত্রী বরাক - মা আমার
হাজার বাঁধার পাহাড় পর্বত পেরিয়েছ বারবার
তাই আবারও তুমি পারবে - মা আমার
নিজ সন্তানদের পৌঁছে দিতে সোনালী সৈকতে র পার ।
======================
২৫শে ডিসেম্বর ২০২২ ইং