এক ভোরে, ঊষার আলোয়
তোকে- পেয়েছিলাম কোলে
জল ছলছল চোখ দুটি তোর-
আমার স্বপ্ন দীপ তোর হাতের পরে-
রাতের বেলা ঘুমের চোখে,
আমায় খুঁজিস আপন হাতে;
কি ভয়ে তোর, কে জা-নে
হরিণ চোখ জলে ভাসে!
আমার মায়ার বাঁধন তো-কে বাঁধে।
এতো গুলো বছর পরে;
হৃদয়ের চেনা পথ ধরে
আজ খুঁজি শুধু তোর
কান্না ভেজা চোখ,
নিভিয়ে গেলি আমার স্বপ্ন দীপ-টাকে
হয়তো আর কাঁদিস না তুই ;
ভাবিস না, আর যে আমাকে-
পাস না ভয়, আর স্বপ্ন দেখে ।
আমি বাঁচি বাঁধন ছেঁড়ার প্রতীক্ষাতে।।