আমার মল্লিকা বনে
ফুটেছিল প্রথম কলি.........
তাকে সজতনে রেখেছিলাম
তোমায় দেব বলে,
তোমারও লাগি আঁখি মম পিপাসিত , তবু তোমা না দেখি
সকাল আমার সাঁজ হল, রাত্রি হল ভোর, নিদারুন মেঘ গর্জন
কঠিন বারিঘাত ,সান্ত হইল সবই , ক্ষান্ত হইল না প্রতিক্ষা
যবে ক্লান্ত শরীর ঢুলল পথ মাঝে, কানে মোর তুহার গীত বাজে,
পিপাসিত আঁখি বুঝিতে নাহি চায় অবুজ মন, তবু কেমনে রদ করি
সতেজ মল্লিকা হস্তমুঠে
প্রান নাহি তার পাপড়িপুটে ,
ঢুলিয়া গিয়াছে সে যে কবে.................. তবু তোমায় সমর্পিত হতে চায়......।