হে প্রভু, আমি তো ভগবান হতে চাইনি
আমি দেবদূত না হওয়ায় অভিমানও করিনি
নতুন কোনো কেতাবি ওহিও চাইনি,
তোমার সাথে কারো সমতুল্য করিনি।
আমি তো কেবল একটি মানচিত্র চেয়েছি
আমি চেয়েছি তোমাকে দেখতে।
প্রতিদিন প্রতিক্ষণ কেবল তোমাকেই চেয়েছি,
তোমার দক্ষিণ হস্তের স্পর্শটুকু চেয়েছি।
কিন্তু হায়, আমাকে তুমি সক্ষম দৃষ্টি দিলেনা।
আমার স্নায়ু তোমার স্পর্শানুভবে অক্ষম
আমার মস্তিষ্ক তোমার অস্তিত্বকে জানতে পারেনা
আমার হৃদয় তোমার নামে পুলকিত হয়না।
ইশ্বর! ইশ্বর! তুমি কি দাসের অনুনয় শুনেছো?
হে জগদীশ্বর, এই শির তোমাতেই ধুলিমলিন হয়।
বিধাতা, তোমার বিধিমালা আমি পড়েছি তো
আমি চেয়েছি তো কেবল একটি নিয়মতন্ত্র।