হতাশায় ঘেরা পথ বেয়ে,
নিরাশার সীমানা ভেঙে ভেঙে,
দাঁড়িয়েছি যবে তোমার সমুখে।
শান্ত হেসে তুমি নিয়েছিলে বুকে
তোমার পরশে পাথুরে হৃদয়ে
বয়েছিলো ঝর্ণা নির্মল কলকলে।।

শত অশ্রু শুকায়েছো, আবার
শত অশ্রু করেছো দান।
শত কষ্ট লাঘব করে
শত কষ্টের দিয়েছো বান।
তোমার বিধানে কাঁটার পাশে
নির্মল কোমল গোলাপের বাস।