প্রিয়ে, এমনটিই কি হবার ছিলো?
কিছু বলছি না, কিছু শুনছি না,
অথচ প্রতিনিয়ত তোমার নামে আলোড়িত হচ্ছি!
আমার অস্তিত্ব তোমার ভাবান্তরে অক্ষম;
অথচ দেখো, তোমার ভাবনা
আমাকে সদা তাড়া করে ফিরছে।
তুমিহীনা মম ভাবনা অকল্পনীয়;
তবে কেনো হে, এতো উদাসীন?
আমার প্রার্থনা কি তোমাতে পৌঁছেনা?
আমার দীর্ঘশ্বাস কি তুমি শুনতে পাওনা?
কতদিন প্রতিদিন এমনি দূরেদূরে,
অথচ অন্তরে সদা বিরাজ রবে?
চির ভিখারি এই, কবে তব মুঠো ভরে দান পাবে?
নাকি এমনি করে করে মহাপ্রলয় অবধি
আশা বাড়িয়ে ধীরে-ধীরে নিরবে নিঃশেষে মুছে যাবে?
জানি প্রত্যুত্তর পাবো না,
জানি না তুমি আসবে কী রূপে, কিংবা আদৌ?
তবু নিরবে নিঠুর এ গ্লানি জিইয়ে রাখবো।
কখনো যদি জানতে চাও, ইচ্ছে হও,
আমার জন্যে উন্মুক্ত হও,
তবে জেনে রেখো আমাকে তুমি কর্কশ পাবে না।
চির বেদনার উপশম কেবলি যে তব স্পর্শ।