আজ তবে না গেলাম!
দিন হতে দিন এমনি আর কত দিন?
আপনাদিগের অনুরোধ, সঞ্চিত মহব্বত,
কতদূর এমনি নিষ্ক্রিয় করে রাখবে আর?
যদি যাই, বলেছি বিচ্ছেদ নয়; কেবলি সমাজবিদ্যা।
তবে কেনো হায় হস্ত প্রসারিত, হৃদয় আকুলিত?
শত বাণ সহস্র অভিমান তবে কেনো থামলো না?

মন থেকে মন আঘাতে আঘাতে জর্জরিত
কেবলি নিরব কান্না, ভুল বুঝে বাঁধাবাঁধি -
হায় এসবের তবে কী কবর হবে?
তবে কি নতুন সংবিধান হবে না?
যেখানে অস্তিত্বই হয় কাতরতাপূর্ণ
সেখানে সান্ত্বনা যে শুধুই ছেলেভোলানো।

দুনিয়া সংসারে প্রতারিত প্রতিনিয়ত
তবুও কি এহতেসাবের চর্চা হবে না?
কেবলি কি হায় জবাবি সান্ত্বনা?
শাস্ত্রীয় আর মুখনিঃসৃত হিতোকণ্ঠ
কর্ম-বাস্তব রূপ কি পাবে না?