তেলমাখা গাছ বেয়ে ওঠার
প্রতিযোগিতায় টিকটিকি
হেরে যায় কি না ভাবার বিষয়,
ডারউইন পলটি মেরেছে,
আইনস্টাইনকে নিয়ে
নতুন করে ভাবতে হচ্ছে
হপকিন্স দারুন অংক কষেন,
নিউটনের গতি সূত্র প্রশ্নবিদ্ধ
জলন্ত সূর্যের রহস্য অনুসন্ধানে
রকেটের প্রস্তুতির যুগে
আমরা যাদব বাবুতেই তৃপ্ত!
ইলিশের গন্ধ শোঁকাও দুষ্কর!!