আল্লাহ তাঁর খলিফাদের এমন ছবক দিছেন
খলিফারা এখন কেরামতি দেখায়!
আল্লাহ বলেন তোমরা বীজ বপন কর জমিনে
আর আমি পানি ঢালি আকাশ থেকে
বীজ থেকে উদ্ভিদ আর ফসলে মাঠ ভরে দেই;
তাঁর খলিফারা ধান ছাড়া চাউল বানায়
উদ্ভিদ ছাড়াই সবজি বানায়,
মুরগী ছাড়া আণ্ডা বানায়
এমনকি মাছ; আরও কত্তো কি...
মেঘ-বৃষ্টির জন্য ফেরেশতা লাগে না
মানুষ এখন মেঘ থেকে বৃষ্টি নামায়!
হকিকত তরিকত ছাড়া আমরা এখন
পাগল ছাগল...
কথায় আছে –“ পাগলে কি না কয় ছাগলে কি না খায়”
আমরা এখন প্লাস্টিকের চাউল চাবাই।
মনে কিচ্ছু করবেন না একটা গল্প বলি-
এক ব্যাটা আছিল খুব বদমেজাজী
কথায় কথায় বউরে খুব মারত;
ডাক্তারবাবু ঐ ব্যাটার প্রসাব পরীক্ষার নির্দেশ দিছেন
নির্দেশ মত শিশিতে প্রসাব রাখছে খাটের পাশে
বউ ঘর ঝাঁট দিতে গিয়ে শিশি কাত হয়ে
প্রসাব পড়ে গেছে, এখন কী উপায়!
বউ মাইরের ভয় নিজের প্রসাব শিশিতে ঢুকিয়ে
রেখে দেয় জায়গা মতন।
যথারীতি প্রসাব পরীক্ষা শেষে
রিপোর্ট দেখে ডাক্তার দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন-
‘আপনার পেটে সন্তান’।
ব্যাটার মাথা আউলাইয়া গেছে
বাড়ি ফেরার পথে বিড়বিড় করে
‘যা হবার তো হইছে এহন হইবটা কোনখান দিয়া’...
বর্তমান জামানায় যেই সব ডাক্তার আর বিজ্ঞানী
আমাদের এই সব নিয়ে খামাখা কিসের ভাবনা...