আকাশটা বেশ থমথমে
কালো মেঘটা কাটেনি
উল্টো পিঠে আয়নের
খুব তোলপাড়...
বুকের কাঁপনি চুপমেরে গেছে
মানুষের হাতে কিছু নেই জেনে
লাগামহীন ঘোড়ার মত
ছোটার ক্ষমতা নেই,
রশি বাঁধা ছাগলের মত
ভ্যা ভ্যা করে কিচ্ছু লাভ নেই
পা ঠেকিয়ে আড়ি দেবে
গলায় ফাঁস পরবে