ভয়ঙ্কর স্তব্ধতা এক এসেছে নেমে পৃথিবীর'পরে
আমরা জানুতে ভর দিয়ে যেতেছি গহীন অন্ধকারে!
ম্লান সূর্য এসে প্রতিদিন চলে যায় চুপে চুপে,
ঘরের বউটি পায় না টের, দেউটি জ্বলেনা;
কী অদ্ভুত সময় পার করে যেতে হয়, যেতে হয়...
পাগলা ঘোড়ার মত লাফিয়ে লাফিয়ে
মৃত্যুর সূচক ঊর্ধ্বমূখী ধাবমান আহা!
কে থামাবে তারে বা কে থামাতে পারে?
নিয়তির কাছে হাত-পা বেঁধে খাঁচা বন্দীহয়ে
প্রহর গোনার চেয়ে পলকে প্রলয় ঢের ভালো!
শিশুটি উঠল কেঁদে আহা! আহা!!
এমন করে বলোনা বাবা...
হে! প্রতিপালক আমরা রয়েছি তাকায়ে
ঝলমলে একটা রোদেলা দিনের আশায়...