আমিওকি একদিন ভালোবেসেছিলাম তাহারে,
সেও কি বেসেছিল ভালো আমারে? জানি না!
এ ভালোবাসা কিসের প্রয়োজনে- শান্তির নীড়
বাঁধার জন্য না কী ফুড়ুত ফুড়ুত করে ওড়ার জন্য!
আদম (আঃ) বিবি হাওয়াকে যে ভাবে বেসেছিল ভালো
তেমনটা নয়
আমাদের ভালোবাসা চিতায় পোড়া ছাইয়ের মতন
নাম গন্ধ হীন
সে এখন চেনে না আমাকে, আমিও চিনি না তাকে
কী অদ্ভুত ভা লো বা সা!
নিবিড় পৌষের রাতে
নিরালায় বসে ফ্যা ফ্যা করে নাক ঝাড়া
আর আমাদের ভালোবাসা...
ভালো থেকো!