একসময় ভালোবাসাকে মনে হ’ত আলকাতরা,
ডিঙ্গির গায় লেপটে দিয়ে
ভাসিয়ে দাও রুপালী জলে
ভাসতে ভাসতে চলে যাবে মোহনায়...

গাধামার্কা ভাবনাটা ছুড়ে ফেলে দেখি-

ভালোবাসা
এঁধো কাদা জলে
সবুজ শেওলার আস্তরণ
যা খেলনা লাঠিতে জড়ায়ে
উপড়ে ফেলা সহজ...