আজ আমি এক ভালোবাসার ভিস্তিওয়ালা
মশক ভরা ভালোবাসার গোলাপ!
বুকের খাস জমিনে চাষ করা
বসরার গোলাপের চেয়ে সেরা
লাল রক্ত রাঙা সুভাষ গোলাপ!
নিয়ে যাও জোড়া জোড়া
কোনো পয়সা দিতে হবে না
বিনিময়ে শুধু ভালোবাসা
আর দুফোটা চোখের জল
একটি গোলাপ দিও প্রিয়জনে
বাকিটা শহীদমিনারে
আজকের এই রোদ ঝলমলে দিনে!