খুঁটিয়ে খুঁটিয়ে কথাটা বড্ড বেমানান, ঠিক খাটে না
বরং রসিয়ে রসিয়ে উপভোগ করি তোমায় যেটুকু সময়
ততোটুকু সময় এ দেহে প্রাণ আছে বলে মনে হয়
মৃতবৎ বাকীটা সময়...উফ! কাটে না... কাটে না...!!!
তোমার উদম বুকে গাঢ় মগ্নতায়
চোখ দুটো লেপ্টে থাকে অনুক্ষণ
তীব্র ক্ষুধা এসে কষে লাত্থি মেরে বলে-
'ভাগ শালা বেজন্মা...
কবিতার বুকে না খুঁজে প্রাণ
কর অন্নের সন্ধান!'