এক
তীর্থে গমন করো বেশ ভালো
তবে বেসামাল হ’য়োনা!
আশিক হয়ে আর এক আশিককে
পদপৃষ্ট কতোটুকু সমীচীন
নিরালে বসিয়া ভাব একবার
হে মানব!
মানুষের কাঁধে বুকে পা রেখে
স্বর্গে যাওয়া যায় না!
বেহেশ্তের জন্য এত্তো দৌঁড়-ঝাঁপ আহা!
    
           দুই
তোমাদের জন্য খুব কষ্ট হয় হে মানুষ!
শয়তান আধ্যাত্মিক গুরু-নেতা সেজে
বেহেশতে যাওয়ার মন্ত্রণা দিচ্ছে;
আগ্নেয়াস্ত্র, বোমা, ধারালো-অস্ত্র যোগাচ্ছে।
ওরে মূর্খেরদল,-
নিরীহ নামুষ হত্যা করে,
আত্মঘাতী বোমা হামলা করে
বেহেশতে যাওয়া যায় না!