সত্যি তোমার ঐ চোখ দু’টো ভীষণ সুন্দর;
কতোটা মাদকতা ঢেলে দিয়ে ঈশ্বর
গড়েছেন তোমার ঐ চোখ দু’টো!
মুখটা ওপাশে ঘুরিয়ে বলবে-
‘ ইস! লোকটা কী যে বেহায়া’!
তবুও-তবুও আমি জনম-জনম গেয়ে যাব
রূপকথার-ই গান;
নয় কোনো মান-অভিমান
নয় কোনো অনুরাগ!
নন্দিনী, শান্ত হয়ে বসো তুমি
কিছুটা সময় সমুখে আমার,
তোমার কাজল-কালো চোখের গভীরে ডুবে
খুঁজে পেতে চাই একটা কবিতা;
যেই কবিতার জন্য কতো দিবস কতো যামিনী
করে দিয়েছি পার কী অধীর আকুলতায়!
নন্দিনী, বিশ্বাস করো-
তোমার ঐ কাজল কালো চোখ দু’টোর মাঝে
লুকানো আমার সেই স্বপ্নিল কবিতা!