হ্যা তোমাকেই বলছি নন্দিনী,
আইফেলটাওয়ার কিংবা সুউচ্চ
দালানের ছাদে ছন্দিত পায়ে
ঘুরে ঘুরে দেখ নিও নিবিষ্ট চিত্তে
ভোরের-দুপুরের-বিকেলের নির্মেঘ আকাশ!
দিগন্ত হীন আকাশ!
ভরা চাঁদের আকাশ দেখতে ভুল করোনা!
আহা কী অনিন্দ্য সুন্দর রাতের আকাশ!
ভোরে কুয়োতলায় না গিয়ে
কোনোও সাগর কিনারের বেলাভুমে
ঠায় দাঁড়িয়ে থেকো দু’চোখ মেলে,
জোয়ারের পানি ছুঁলে তোমার রাঙা পা
অভাবিত শিহরণ অনুভব করে নিয়ে
তাকা'য়ো নির্মল নিলীমার পানে অনিমেষে!
কী বিশাল উদারতা! গেঁথে নিও বুকে
আকাশ-সাগর এর কাছ থেকে!
উদারতার গভীরতা কতটা
তোমার জানাটা খুব বেশি প্রয়োজন!
নন্দিনী, সংকীর্ণতা নয় উদারতাই
মানুষের জীবনে এনে দেয় অবারিত গভীর প্রশান্তি!!