১।
আশ্চর্য সুন্দর একটা দীঘল রাত
হায় কখোনো হয়নি দেখা তার সাথ,
ঝাউবনে বসে আছি বুকে নিয়ে আশা
সাগর বুকে ওড়বে শাদা পারাবত!

২।
এসেছিল জোয়ার ভাসায়ে নিয়ে মোরে
ভাটিটানে নিয়ে যাবে আর কত দূরে
জোয়ার ভাটার খেলা বেশ চলে ভবে
জীবন ভেলা ভিড়বে আর কোনো তীরে?

৩।
দহনে দহনে জীবনটা পুরো খালি
ওহে! প্রিয়া সাকী, বাটি ভরো সুরা ঢালি
আর কতো দূর হায় মাকামে মঞ্জিল
জীবনের কানাগলি হেলেদুলে চলি!!