অনেক কাল হেঁটেছি সাগর থেকে মহাসাগর
কিনারে কিনারে বুঝে নিতে - আকাশকে কতোটুকু
ধারণ করে নিতে পারে তার চিতল বুকে।
বেলা শেষে শুনেছি অদ্ভুত গর্জন তিমির আঁধারে
দেখেছি কতেক মৃত নক্ষত্র আকাশের বুক থেকে
শিশিরের মত পড়েছে খসে নিশ্চুপে নিশ্চুপে!

    
    
(সকল কবি বন্ধুদেরকে নব বর্ষের শুভেচ্ছা)