ভাঙ্গা পা জোড়া লাগিয়ে পাহাড় বেয়ে চূড়ায় ওঠে
অকেজো হৃৎপিণ্ড, যকৃৎ, কিনডি প্রতিস্থাপিত হয়
অন্ধ চোখে আলো পেয়ে প্রিয়ার মুখ দেখে খুশি হয়
দন্তহীনে সুবর্ণদাঁত লাগিয়ে হাড্ডি চিবায় মুচকি হেসে!
মরার পরে আরও দশ দিন বেঁচে থাকে লাইফসাপোর্টে
হিমঘরে ঘুমায় বেশ কয়েক দিন আরাম করে
বুকের পরে অঢেল ফুলের সুবাস নিয়ে
হিমগাড়ীতে ঘুরে বেড়ায় শহরের অলিগলি!
টাকায় কি না হয়, বাঘের চোখ পাওয়া যায়
হায়রে টাকা! টাকার জোরে কত্তো কিছু হয়...
সমাপ্ত