টাকা দিয়ে রাজ্য কেনা যায়
রাজা বাদশা হওয়া যায়
হেরেম ভরা বেগম পাওয়া যায়;
হাতি ঘোড়ায় চেপে মানুষ মারো কোপে কোপে
কেউ কিচ্ছুটি বলার সাহস পাবে না
টাকার জোর কারে কয়!
টাকা দিয়ে নোবেল পুরস্কার পাওয়া যায়
কবিতা গ্রন্থনা করে কবি হওয়া যায়
সেরা কবির তকমা পাওয়া যায়!
টাকা দিয়ে সনদপত্র কিনতে পাওয়া যায়
ভালো চাকুরী পাওয়া যায়
গাড়ী বাড়ি নারী সবই পাওয়া যায়!
টাকা দিয়ে কী না হয়, ভুয়া সাক্ষী পাওয়া যায়
বিচারে অপরাধী খালাস পেয়ে যায়!