ভাত ছিটালে কাকের অভাব হয় না
তেমনি টাকা থাকলে বন্ধু মেলে অগণিত
(মেকি) প্রেম ভালোবাসা পাবে অপরিমেয়
হুরীরা ঘিরে থাকবে ডজনে ডজনে দিনে রাতে!
টাকার জোরে নবতির ঘরে অষ্টাদশী বৌ যুবতী!
সন্তান ধরে গর্ভে বন্ধ্যা নারী
সন্তানহীন দম্পতির ঘর ভরা
টাকায় কেনা হরেকরকম ছেলে মেয়ে।
টাকার জোরে খুনির গলায় ফুলের মালা
হাতে ফুলের তোড়া, সভা-সেমিনারে প্রধান বক্তা
দাতব্য সংস্থার বড় কর্তা বস্তা ভরা স্তুতি গাথা
আগে পিছে দেহরক্ষী পুলিশ বাহিনী!
মূর্খের হাতে ছড়ি ঘুরে সেলামের পর সেলাম
ফুলের মত পবিত্র হয়ে জনপ্রতিনিধি
এমনকি মন্ত্রী হয়ে দেশসেবায় পাথর ছুঁড়ে
এই সব কিছুই হয় টাকার জোরে!