আল্লাহর হুকুমে লোহিত সাগরে পথ তৈরী হয়
নবী মুসা(আঃ) তাঁর লোকজন নিয়ে সেই পথ
দিয়ে নিরাপদে হেঁটে পৌঁছেযান সাগরের ওপাড়ে;
পিছনে ধাওয়া করে ছুটে আসা কাফের ফেরাউন
স্বদলবলে ডুবে মরে সাগরের জলে;
আল্লাহর অসীম ক্ষমতার নিদর্শন দেখ এখানে!
খোদা বলে নিজেকে দাবী করে বাদশাহ নমরুদ
নবী ইব্রাহীম (আঃ) কে অগ্নিকুপে ফেলে
পুড়িয়ে মারার তরে করে আয়োজন
আল্লাহর হুকুমে অগ্নিকুপ হয়েযায় নাতিশীতোষ্ণ;
ল্যাংড়া মশা ঢুকে পরে নমরুদের মাথায়
মশার কামড়ে দিশেহারা নমরুদ চাকরকে
হুকুম করে হানিতে আঘাত মুগুর দিয়ে,
আঘাত হানিতে হানিতে ক্লান্ত চাকর কষে
মুগুর চালায়, মাথা ফেটে দুই ভাগ
ফাঁকে মশা উড়ে যায়, নমরুদ অক্কাপায়।
যে চরকায় বসায়ে নবীকে ছুড়ে ফেলে অগ্নিকুণ্ডে
সেই চরকার পিলার দুটি আজও অক্ষত পাহাড়
চূড়ায় কালের সাক্ষী করে রেখেছন মাওলায়
হে! মানব দেখ আল্লাহর নিদর্শন...আল্লাহ মহান!!