ভূতুড়ে বিস্ময়াবহ
যানবাহনহীন জনমানবহীন রাজ পথ আলোর তীব্রতা নেই
উন্মুক্ত ম্যানহোল থেকে একটা শিশুর কান্না ভাসছে বাতাসে
গা শিউরে উঠা কী করুণ সুর....
শ্মশ্রুধারী একজন মানুষ জোব্বা টুপি পরা ছুটে এলো কোথা থেকে যেন
কাঁধে বহা শুকনো খাবারেরে পুটলী ছুড়ে ফেলে
বাঁশ বেয়ে নেমে গেল ম্যানহোলে
অনেকটা সময় অতিক্রান্ত হয়ে গেছে কোনও শব্দ নেই
উঠে আসেনিও আর
একাকি রয়েছি দাঁড়ায়ে বিহ্বল
স্বপ্নের গহীন থেকে তুলে আনা
এক মুঠো সেঁউতি রঙ যার ফিকে
ছড়ালাম শূন্য পথে
মাড়িয়ে যেতে পার অনায়াসে