পাখির কুজনে নিদহারা তাজা চোখে
পূবেতে তাকায়ে দেখি অরুনিমার হাসি
ছড়িয়ে দিয়েছে সবুজ বনানী মুখে!
ব্যাকুল হৃদয় কী যে ভালোবাসাবাসি
বিমল বাতাসে তাজা হয়ে ওঠে বুক
আজি বনবিথী পথে সুখে যাব ভাসি!
আসমানে উড়িতেছে সারি সারি শুক
সুখনিদ টুটি বনানীর কোল ছেড়ে;
একটানা ডেকে যায় একাকী ডাহুক।
নিরজন নীপবনে একা ঘুরে ঘুরে
শ্যামল তরুর ছায়া মেখে নিয়ে বুকে
সব সুখ নেবো আজি খালি বুক ভরে!
উতাল পাতাল ঢেউ সাগরের বুকে
মৌনতা ভেঙে কাহারে অবিরাম ডাকে?