(নেশা লাগিলরে নেশা লাগিলরে তের্জারিমা পড়ে / কলম হাতে ধরি প্রনমী কবি রহমান মুজিবেরে )
সাগর বুকে উঠছে জেগে নব ভূমি
তুলে পাল ভেলা ভাসাই সাগর জলে;
বাঁধি বাসা নিয়ে আশা নব মাটি চুমি!
ভোরের আলোয়ে চেয়ে দেখি দলে দলে
লাল কাঁকড়া হাঁটিছে নরম কাদায়
মনে হয় চর ছেয়ে গেছে ফুলে ফুলে!
জলের ঢেউয়ে কাছে দূরে ভেসে যায়
দলবেঁধে তারা আবার আসিছে ফিরে
মনোহর খেলা দেখে দিন কেটে যায়!
নারকেল পাতা চুয়ে চাঁদ আলো ঝরে
ঘুমের পরীরা এসে চোখ চেপে ধরে!