ছোট ছোট বুনো হাঁস মেঘের বরণ
ঘুরে ঘুরে নেমে আসে সরোবর বুকে
জলকেলি করে, দেখে জুড়ায় নয়ন।
কিনারায় বসে দেখি হরষিত চোখে
কতো ক্ষণ থাকা যায় চুপচাপ বসে
সরোবর ডেকে বলে আয় আয় সুখে।
সাহসে ঝাঁপিয়ে পড়ি জলে হেসে হেসে
জলের ছোঁয়ায় জাগে শিহরণ দেহে
সারাবেলা কেটে যায় জলে ভেসে ভেসে।
হাঁসের সুখেতে মন হাঁস হতে চাহে
ওদের মতন ডুব দিয়ে উঠি পাশে
এই ভাবে খেলে খেলে যায় বেলা বহে।
লুটাল বিবশ দেহ শ্যামলিমা ঘাসে
নিদ এসে নিয়ে যায় স্বপনের দেশে।