ডারউইন সাহেব, বনবাদারে ঘুরে ঘুরে
কাটালেন সারাটা জীবন;
লেজটি তার খসে পড়ল কখন পায়নি টের!
আইনস্টাইন সাহেব,
পেলেন পরমাণুর শক্তির সন্ধান;
বুঝলেন না মানুষেরও আছে প্রাণ!
আল্লাহর সৃষ্টি মানুষ খুঁজে মরে ঈশ্বর কণা
আল্লাহ বলেন হে মানুষ, আমার স্বরূপ
না খুঁজে আকাশ জমিনে দেখ আমার নিদর্শন!
মহান স্রষ্টার হুকুমে, নবী মুহাম্মদ (সঃ) এর অঙ্গুলি
ঈশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয় আবার জোড়া লেগে যায়!
হাজার বছর বয়সী পুরানো বৃক্ষ পাতাহীন শাখা নিয়ে
দাঁড়িয়ে ছিল সিরিয়ার মরুভূমে মক্কার ব্যবসায়ী কাফেলা
সেই পথে থামে বিশ্রামের প্রয়োজনে; কিশোর মুহাম্মদ (সঃ)
ছিল ঐ কাফেলায়; তিনি বসিলেন বৃক্ষ নীচে তাঁকে ছায়া দিতে
আল্লাহর হুকুমে পাতাশুন্য বৃক্ষের শাখা সবুজ পাতায় ভরে গেল
সেই বৃক্ষ আল্লাহর মহীমার নিদর্শন হয়ে এখনও রয়েছে বেঁচে...
আল্লাহ মহান এবং গৌরবাম্বিত...