স্বাধীনতা মানে-
দানবের খাঁচা ভেঙ্গে শ্বেত কপোতের নীলিমায় ওড়া,
সাঁঝের বেলায় সারি সারি বলাকার নীড়ে ফেরা।
স্বাধীনতা মানে-
মায়ের কোলে মাথা রেখে আকাশের চাঁদ দেখা,
ভোরের আলোয়ে বোনের মুখের মিষ্টি হাসি দেখা।
স্বাধীনতা মানে-
দখিনের মাঠে মুক্ত হাওয়ার পরশ পাওয়া,
পাল তোলা নায়ে মাঝির ভাটিয়ালী গান গাওয়া।
স্বাধীনতা মানে-
চৈতের দুপুরে বটের ছায়ায় রাখালীয়া বাঁশী শোনা,
চাঁদনী রাতে সাহাবাড়ির উঠানে নৌকাবিলাস গান শোনা।
স্বাধীনতা মানে-
দোলের দিনে অরুর কপোলে লাল সবুজ রঙ মাখা
নরম হাতটি ধরে গভীর কাজল চোখে চোখ রাখা।
স্বাধীনতা মানে-
শ্যামল সবুজ ক্যানভাসে ভোরের সূর্যের ছবি আঁকা;
সোনালী ধানের খেতে চাষীর মুখের মনকাড়া হাসি দেখা!
স্বাধীনতা আমার ঘুমভাঙ্গা মমতাময়ী মায়ের মুখের মধুর হাসি
স্বাধীনতা আমার "আমার সোনার বাঙলা, আমি তোমায় ভালোবাসি"!