সুপ্তা, তোমার সুডৌল বুকে পেতে কান শুনি
এক অদ্ভুত গুমরেমরা গুনগুন সুর,
এখানে বাসা বাঁধব কি বাঁধব না ঠিক বুঝে উঠতে পারছি না;
কার্তিকের মিহি কুয়াশা কুয়াশা আবহ বেশ দুর্ভেদ্য!
হুড়োহুড়ি ছোটাছুটি করে হাত-পা ভেঙ্গে চিঁড়ে চ্যাপটা হওয়ার আগে
তোমার কষ্টের জ্বালামুখ খুলে দাও- ছাই ভস্ম উড়ুক,
আগুনের লেলিহান আকাশ ছোঁয়ার চেষ্টা করুক,
বুকের ভেতরে জমে থাকা তপ্ত গলিত লাভা ভকভক করে ঢেলে দাও!
সাত নয়, সতেরো মাইল দূরে জমিনে ঠাঁই না পাই
পাখির নীড়ের মতন গাছের ডালে বাসা বেঁধে
বেঁচে থাকার চেষ্টা করবো
আমাদের কোনো কষ্ট হবেনা!
সুপ্তা, তুমি তোমার এই অদ্ভুত আচরণ ছেঁড়ে দাও!
বেঁচে যাক এই পৃথিবীর অগণিত মানুষের প্রাণ!!!