বুকটা ঝলসে নিতে ইচ্ছে করে
মাঘের শীতে কাঁথার নীচে
তুষের আগুনে;
উত্তুরে হাওয়া চুপিচুপি বলে
সেই লগ্ন গিয়েছে পেরিয়ে
সময়ের হাত ধরে!
কিছু ঘাস ফড়িং বসেছিল যবেরশিষে
অনেক কমলা রঙের রোদ্দুরে,
উহারা গিয়েছে উড়ে।
বাতায়ন খুলে দেখিবে প্রভাতে
মাছরাঙা পাখিটি রয়েছে বসে
হিজলের ডালে।
অপেক্ষার রাত শেষে শুনবে না
আর সুপ্রভাত...