প্রণয় এখন মৃত কাক;
স্তব্ধ হৃদয়!
সেতারের ঝঙ্কারে ঝঙ্কারে
নিমীলিত চোখে
ভোরের শিশির
আহা!
নাগিনী খোলোস পাল্টে
ফণা তুলে মরুদ্যানে,
তৃষিত হৃদয়
কাঁদে সংগোপনে!
লুলুভ চিতার আগ্রাসনে
হরিণ-হরিণী থেমে যায়
দুরন্ত কামনার বাথানে,
দাবানলে পুড়ে অভয়ারণ্য!
মৃত নক্ষত্রের ছায়া
নেমে আসে হৃদয় কার্নিসে!