এইখানে লুকায়ে ছিলেন, প্রাণী রেখেছে আড়াল করে
চিনেছে বুঝেছে প্রাণীকুল, বেরহম মানুষ বুঝেনি
চিনে নাই তাঁরে!
আঁধার জগৎ থেকে বাঁচাতে মানুষ
শান্তির দূত হয়ে এসেছিলেন তিনি
যামিনীর শেষ প্রহরে
উল্লাসে উচ্ছ্বাসে উদ্বেলিত ধরণী
জ্যোতির্ময় আলোর বিভাস গগনে গগনে!
যেই সব মহৎপ্রাণ পেয়েছিলেন পরশ তাঁহার
শুনে ছিলেন অমিয় বাণী
বিশ্বাসীগণ করেছেন অমৃত পান;
আহা! কী সুধাবাণী ঝরেছে আকাশ থেকে
মগজে মননে গেঁথে নিয়ে হয়েছেন মহান
তাঁহাদের ঠাঁই অনন্ত শান্তিময় স্থান!
স্রষ্টার সৃষ্টি মহামানব আল্লাহর প্রিয়তম হাবীব
জগৎবাসীর জন্য এসেছেন অশেষ রহমত সরূপ!!!