ইজেলে ঝুলানো ক্যানভাসে তুলি খেলা করে
সভ্যতার পটে ছুটন্ত ঘোড়ার পিঠে
সুখী দম্পতির দীপিত উজ্জ্বল মুখ,
চিত্রে রঙের শেষ ছোঁয়ার কাজ চলছে
হঠাৎ বিস্ফোরণের বিকট শব্দ,
হকচকিয়ে তাকাই - খানিকটা দূরে জনবসতির
মাথার উপর দিয়ে আগুন আর ধোঁয়ার
কুণ্ডলী উঠে যাচ্ছে আকাশের দিকে।
জানালার ফাঁকগলে একটা কালো বিড়াল
ঢুকে পড়েছে আমার ঘরে
পাথরের মত স্থির চোখের শীতল দৃষ্টি
কাঁপন ধরায় বুকে,
তাড়াতে উদ্ধত হলে
তার প্রতিবাদী কণ্ঠ চিড়ে বেড়িয়ে আসে হ্রেষা!
ছুটে গেলাম অশ্বশালায়
সেখানে আমার সাদা ঘোড়া নেই
তাহলে...?!?!?!?!...
কাঁপছি আমি, কাঁপছে ক্যানভাসের ছবি
উদভ্রান্তের মত
কালো কালির তুলির
বিক্ষিপ্ত আঁচড় টেনে যাচ্ছি
সদ্য আঁকা নন্দিত চিত্রের বুকে...