যাযাবর মনটা আমার খুঁজে ফিরে
কোনো এক অজানা মরু-উদ্যান;
পায় পায় হেঁটে যাই
তপ্ত বালু মাড়ায়ে
পিপাসায় ওষ্ঠাগত প্রাণ
যুবতী বেদুইন হেসে খান-খান!
বুড়ীচাঁদ হেসে বলে-
‘ক্যাকটাসে খুঁজোনা ফুলের ঘ্রাণ
কান পেতে শুন তক্ষকের গান,
তার চেয়ে ঢের ভালো
ফিরে যাও আপন আলয়
ফেলে আসা সেই দূর গাঁয়’!
কী এমন পিপাসা থেকে যায় হৃদয়ে
কেবলই যাহারে খুঁজে পেতে চায়,
তপ্ত মরু বুকে মরীচিকাময়
জীবন বোধের কাছে নিদারুন পরাজয়!
চিরন্তন প্রণয় আকাঙ্ক্ষা,
মহীয়সীর মমতার ছোঁয়া,
গাঢ়ো নির্জতার গান
যেখানে রয়েছে প্রাণ
অনন্ত নদীর মত বহমান!
অজানার প্রতি কোনোও গভীর টান?
এই অবুঝ মন
করে কিসের সন্ধান?
গাঙচিল পায় বিঁধে উড়ে যায় যেই প্রাণ
আজো আমি করে যাই তাহার সন্ধান!