আকাশ আধাঁর প্রভাত দখেনি সূর্যের মুখ
কুমিরের মতন নিয়েছে গিলে সমগ্র সময়
এক বিন্দু রশ্মির প্রয়োজন অনুভূত হয়
লতাগুল্মের কথা কে ভাবে এখন
কালের গর্ভে হারিয়ে যাওয়া আলোক বর্তিকা
দিশেহারা নাবিকের পথ চলা
রাতের আকাশে তারাদের দেখা পাওয়া যায় না
আলোরদিশারী কাঁদে নিরবগুহায়
হুতুম প্যাঁচা ডাকে খরখরে গলায়
রক্তচোষা গিরগিটি বদলে নিয়েছে রঙ
রাতকানা পাখি ডেকে যায় অবিরাম
ভীরু ডাহুকের মত
বাদুরের প্রতাপে কাঁপে অনন্ত সময়
খুঁজেনিতে জানিনা আমরা চলার ঠিকানা...