সহজিয়া কথা বলে যাই সহজ ভাষায়
বেলেহাজ কিছু থেকে যায় বুকের খাঁচায়
গাঁজানো হাঁড়িয়ার মতন

আড়ষ্ট জিভ

মিটাতে বুকের জ্বালা প্রয়োজন
নরম অধরে প্রগাঢ় চুম্বন