মানবতাকে খাটো করার একটুও ইচ্ছা নাই!
মরুর তপ্ত বালুতে গড়ায় মানব শিশু পিপাসায়
জল নয়, বারুদের গোলায় তৃষ্ণা মিটে যায়!
তপ্ত সীসার স্বাদ কে নিতে চায় বুকে
অথচ সেই খেলাতে আজ পৃথিবী মরছে ধুঁকে!
এই দৃশ্যপটে আরও কিছু বলার আছে কী-না, জানা নাই!
ছুটন্ত ঘোড়ার পায়ের আওয়াজ শুনেছি,
ধারালো তরবারির ঝিলিক দেখেছি,
রক্তে ভেসে যাওয়া জমিন দেখেছি,
লাল পিরানের আকুতি শুনেছি!
আর কতোটা দেখতে হবে বলো
নরম মাটির বুকে! বলো, বলো!
নিজভূমে নীড়ের অধিকার হারায় মানুষ,
ঘরে-বাইরে গণধর্ষণের শিকার অবলা নারী,
কন্যা শিশুর ছেঁড়াযোনিতে রক্তের প্রবাহ!
তোমরা আর কতোটা দেখতে চাও?
এবার তোমাদের নিষ্ঠুর মুঠো খুলে দাও
শ্বেত কপোত উড়ুক পৃথ্বীর আকাশ জুড়ে!
মূঢ়ের মতন এই আবদার কার কাছে?
মাফ কর! আমি নিজেই জানি না...!