মায়াবতী বলেছিল খুঁজে মর কেন জীবনের মানে
মানিনি তার বারণ, কিছু প্রয়োজন অনুভব করে
অনেকটা কাল মাড়ালাম পৃথিবীর অলিগলি
বিকেলের ক্লান্ত সূর্যের মতন
প্রান্তিকে কমলা রঙের রোদ্দুর ছড়িয়ে
টুপ করে ডুবে গেলাম গহীন আঁধার গুহায়
এখানেই শেষ হয়ে যাক জীবনের গল্প
বাকীটুকু থেকে যাক মহান স্রষ্টার জন্য
উত্তরসূরীদের জন্য রেখে গেলাম
শুধু নির্ভেজাল কুয়াশা কুয়াশা...