এতোটা বাজায়ে বীণ হে শ্রীমতী...
মাজা ভাঙা সাপের কাছ থেকে কী আশা কর-
ফণা তুলে দুলবে তোমার সাথে
যন্ত্রণার ফোঁস ফোঁস ধ্বনি থাকে শুধু
অসহায় প্রাণীর নাকে-মুখে-বুকে
যতটা ইচ্ছে খেলতে পার নিয়ে তারে
দারুণ মজার খেলা কয়েক প্রহর
বাজ পাখী নিয়ে যাবে ছোঁ মেরে পাবেনা টের