মুক্তচিন্তার কতেক মানুষ পৃথিবীতে জন্ম নেয়;
শোকে পাথর হয়ে যেতে দেখেছি তাদের।
কি এতো শোক তাদের?
বিলাসী বিলাসী শোক!
তারা কি শোক বিলাসী?
তাদের শরীর থেকে ভুরভুর করে
মড়ার ঘ্রাণ আসে
ডোমমাছি ভনভন করে...
অন্ধকারে নক্ষত্রের সন্ধানে তাহারা
আকাশের দিকে তাকায়ে
গুণে এক দুই তিন...
খাদে পড়ে পা ভাঙ্গে,
নক্ষত্রেরা সরে যায়
মিটি মিটি হেসে!