সময়ের গর্ভ থেকে দিন জন্ম নেয়
আবার কালের গর্ভে হারিয়ে যায়
কোনো কোনো দিন অমর অক্ষয়
শিলালিপি ইতিহাস হয়ে রয়!
বাঙালী জাতির ইতিহাসে
উজ্জ্বল নক্ষত্র সম একটা দিন
স্বমহিমায় ঠাঁই করে নেয়
১৯৭১ এর ৭ই মার্চ!
হে আমার নবীন প্রজন্ম, সময়ের ভিড়ে
একটু সময় করে শুনে নিয়ো ৭ই মার্চের ভাষণ!